• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যান ইউনাইটেডের হারে চ্যাম্পিয়ন্স সিটি


ক্রীড়া ডেস্ক মে ১২, ২০২১, ০৮:৫৯ এএম
ম্যান ইউনাইটেডের হারে চ্যাম্পিয়ন্স সিটি

ঢাকা : ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত হলো ম্যানচেস্টার সিটির।

মঙ্গলবার লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নগরপ্রতিদ্বন্দ্বীদের এই হারে শিরোপা নিশ্চিত হয়ে গেছে পেপ গার্দিওলার সিটির।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের চেয়ে এখন ১০ পয়েন্ট এগিয়ে সিটি।

শেষ চার বছরে এ নিয়ে তৃতীয়বার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নের মুকুট পড়ল সিটি। ২০১৬ সালে সিটিতে যোগ দেওয়া গার্দিওলার ইংল্যান্ডের দলটির হয়ে এটি অষ্টম ঘরোয়া শিরোপা।

গত শনিবারই সিটির শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারত। কিন্তু ইতিহাদে চেলসির পক্ষে ২-১ গোলে হারে দলটি। তাতে শিরোপার অপেক্ষা বাড়ে।

দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দুটি ট্রফি জিতল সিটি। কিছুদিন আগেই টটেনহ্যামকে হারিয়ে জিতেছে লিগ কাপের শিরোপা।

এখন দলটির সামনে সুযোগ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার। ২৯ মে যে আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।

২০০৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবি গ্রুপ সিটির দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে ১২টি ট্রফি জিতল দলটি। আর এ নিয়ে তৃতীয় বারের মতো লিগ ও লিগ কাপ জিতে ঘরোয়া ‘ডাবল জয়’ করল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!