• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছেন রোনালদোরা


স্পোর্টস ডেস্ক জুন ২৮, ২০২১, ১২:৫৩ পিএম
হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছেন রোনালদোরা

ঢাকা: বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরও মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোরা শক্তই থেকেছেন। সবার সামনে শক্ত থাকলেও ড্রেসিংরুমে, সবার আড়ালে গিয়ে আর নিজেদের ধরে রাখতে পারেননি পর্তুগিজ খেলোয়াড়েরা। দুর্দান্ত খেলেও এভাবে বিদায় নেওয়াটা মানতেই পারছেন না রোনালদো-জোতারা। পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর শিষ্যরা।

পিছিয়ে পড়েও লড়াই চালিয়েছিল পর্তুগাল। গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাব্য সব চেষ্টাই করেছে তারা। পরাজয়ের ব্যাখ্যায় সান্তোস পরে সেটিই বললেন, `গোল হজমের পরও আমরা দমে যাইনি। ভেবেছিলাম আমরা ম্যাচে ফিরতে পারব। ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে। তবে এদিন ভাগ্য আমাদের সহায় ছিল না, আর এটাই ফুটবল। আমরা খুবই হতাশ। ভেবেছিলাম ২০১৬ সালের পর এবারও আমরাই শিরোপা জিতব। ড্রেসিংরুমে ফিরেই কয়েকজন অনেক কেঁদেছে।'

৩০ গজ দূর থেকে থোরগান হ্যাজার্ডের নেওয়া শটে কপাল পুড়েছে পর্তুগালের। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখানো পর্তুগাল শুধু গোলটাই করতে পারেননি। এমন ফলে হতাশ কোচ সান্তোস। তিনি বলেছেন, `আমি মনে করি এটা ম্যাচের ন্যায্য ফল নয়। তবে তারা গোল করেছে, যেটা আমরা পারিনি। এটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। বেলজিয়াম পুরো ম্যাচে ছয়টি শট নিয়েই গোল করেছে। অন্যদিকে আমরা ২৯ শট নিয়েছি। এর মধ্যে দুটি পোস্টে লাগে। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি।'

দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর কথা আলাদা করেই বলেছেন সান্তোস। পর্তুগিজ অধিনায়কের পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্ট, `টুর্নামেন্টে সে পাঁচ গোল করেছে। আজ (কাল) গোল করতে পারেনি। কিন্তু সে যে সত্যিকারের অধিনায়ক, ফুটবল বিশ্বের এটা সবাই জানে। আজকের (কাল) ম্যাচেও সে ভালো করার চেষ্টা করেছে।'

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!