• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
টোকিও অলিম্পিক

৩৩ বছরের রেকর্ড ভেঙে সোনা জয় টম্পসনের


ক্রীড়া ডেস্ক জুলাই ৩১, ২০২১, ০৭:৫৫ পিএম
৩৩ বছরের রেকর্ড ভেঙে সোনা জয় টম্পসনের

ঢাকা: টোকিও অলিম্পিকে দ্রুততম মানবীর মুকুট পরেছেন ক্যারিবিয়ান এলেইন টম্পসন।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে শনিবার অলিম্পিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকসের ৩৩ বছরের পুরান রেকর্ড ভেঙেছেন টম্পসন।

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন। ১০ দশমিক ৭৪ সেকেন্ড টাইমিং করে রুপা পেয়েছেন বেইজিং ও লন্ডন অলিম্পিকসে দ্রুততম মানবীর মুকুট জেতা ফ্রেজার-প্রাইস। 

এই ইভেন্টের তিনটি পদকই পেল জ্যামাইকা। তৃতীয় শেরিকা জ্যাকসন। ২০০৮ সালেও মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!