• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
টোকিও অলিম্পিক

অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে কে কার মুখোমুখি 


ক্রীড়া ডেস্ক জুলাই ৩১, ২০২১, ০৮:৫২ পিএম
অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে কে কার মুখোমুখি 

ঢাকা: টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হলো আজ। চার দল উঠে গেছে সেমিফাইনালে। দলগুলো হল ব্রাজিল, মেক্সিকো, স্পেন ও জাপান। 

আজ কোয়ার্টার ফাইনালে মিসরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। সাইতামা স্টেডিয়ামে শনিবার কোয়ার্টার-ফাইনালের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গতবারের সোনাজয়ীরা। প্রথমার্ধে ব্যবধান গড়ে দেন চুনহা মাথেউস। 

অপর ম্যাচে রাফা মীরের হ্যাটট্রিকে ৫-২ গোলের দারুণ এক জয়ে শেষ চারে উঠল স্পেন। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল আইভরিকোস্ট। কিন্তু শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। 

কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে গোল বন্যার ম্যাচে শেষ হাসি হেসে সেমি ফাইনালে উঠেছে মেক্সিকো। এক ম্যাচেই ৯টি গোল। যেখানে দক্ষিণ কোরিয়াকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে লাতিন আমেরিকার দল।

এদিকে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গড়ায় নিউজিল্যান্ড-জাপানের ম্যাচ। যেখানে ৪-২ ব্যবধানের জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিক জাপান। 

সেমিফাইনালে যে যার মুখোমুখি

ব্রাজিল-মেক্সিকো
স্পেন-জাপান
 
উল্লেখ্য, ৩ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে ব্রাজিল-মেক্সিকো। সেদিনই বিকেল ৫টায় অন্য সেমিতে মুখোমুখি হবে জাপান ও স্পেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!