• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাইগারদের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে ঝগড়া


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২১, ০৬:১৩ পিএম
টাইগারদের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে ঝগড়া

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠের পর ড্রেসিংরুমেও উৎসবে মেতেছিলেন। ‘আমরা করব জয়’ গানটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিজয়সংগীত। 

যেকোনো বড় জয়ের পরই উৎসবের আবহে ক্রিকেটাররা সবাই গোল হয়ে এই গান গেয়ে থাকেন। সেদিনও তারা সবাই মিলে গানটি গেয়েছিলেন। বাংলাদেশ দলের সেই গানসহ পুরো উদ্‌যাপনের একটা ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পোস্ট করা হয়। অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার আর ম্যানেজার ডোভির ক্ষোভ, ক্রিকেট অস্ট্রেলিয়া কেন এই ভিডিও পোস্ট করেছে, সেটি নিয়ে।

ওয়েবসাইটের দুই কর্মীর সঙ্গে রীতিমতো ঝগড়াই বাধিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আর ম্যানেজার গ্যাভিন ডোভি! সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ওয়েবসাইটে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্‌যাপনের ভিডিও প্রকাশিত হলে ডোভি আর ল্যাঙ্গার সেটি নিয়ে আপত্তি জানান, সেখান থেকেই সমস্যার সূত্রপাত।

তৃতীয় ম্যাচ শেষে টিম হোটেলে ঘটে ঘটনাটি। প্রথমে ম্যানেজার ডোভি একজন কর্মীকে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের উৎসবের ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা কোনোভাবেই তাদের উচিত হয়নি। 

এ সময় ল্যাঙ্গার সেখানে এসে ডোভির সঙ্গে যোগ দেন। দুই কর্মীই নিজেদের যুক্তিতে অটল ছিলেন। ল্যাঙ্গার আর ডোভিকে বোঝানোর চেষ্টা করেন ব্যাপারটা। একপর্যায়ে আলোচনা রীতিমতো ঝগড়ায় পরিণত হয়। টিম হোটেলে অনেকের সামনেই অস্ট্রেলীয় ক্রিকেটাররাও বিব্রত বোধ করছিলেন বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!