• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপের দল ঘোষণা কবে, জানালেন নান্নু


ক্রীড়া ডেস্ক আগস্ট ২১, ২০২১, ০৪:৩৪ পিএম
বিশ্বকাপের দল ঘোষণা কবে, জানালেন নান্নু

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে কয়েকটি দল। বাকি যারা আছে তাদের তালিকায় আছে বাংলাদেশও।

এদিকে আইসিসি জানিয়ে দিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দল পাঠাতে হবে। আগের মতোই ১৫ জন খেলোয়াড় ও ৮ জন অফিসিয়ালের নাম চেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এ বিষয়ে জাতীয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পরপরই বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ।

নিউ জিল্যান্ডের বিপক্ষে পহেলা সেপ্টেম্বর থেকে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ প্রতিযোগিতামূলক সিরিজ। এদিকে নিউ জিল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। সেই তালিকায় বড় কোনো পরিবর্তন আসবে না। উল্টো মূল দলে খেলোয়াড় সংখ্যা কমবে।

এজন্য সময় নিয়ে দল ঘোষণা করতে চান মিনহাজুল আবেদীন,‘আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপের স্কোয়াড দেব। সম্ভাব্য সেরা দল আমাদের তৈরি আছে। যারা বিবেচনায় আছে তাদেরকে আমরা নিউ জিল্যান্ড সিরিজে রেখেছি। দুই একজন এদিক সেদিক হবে সেটা স্বাভাবিক। তবে বড় পরিবর্তন হবার সম্ভবনা নেই।’

নির্বাচক প্যানেলের সঙ্গে শনিবার টিম ম্যানেজমেন্টের বৈঠক আছে মিরপুরে। আজকের বৈঠকে সকল আলোচনা চূড়ান্ত হয়ে যাবে বলে বিশ্বাস মিনহাজুল আবেদীনের,‘টিম ম্যানেজমেন্ট আমাদেরকে বরাবরই একটা চাহিদা দেয়।

আমরা সেভাবেই দল তৈরি করি। নিউ জিল্যান্ড সিরিজে যে স্কোয়াড তৈরি আছে সেটা অনেকটাই চূড়ান্ত। এখান থেকেও কমাতে হবে কারণ আইসিসি ১৫ জনের তালিকা চেয়েছে।’
 
সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!