• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কঠিন শর্ত দিলে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যাবেন না বাটলার


ক্রীড়া ডেস্ক আগস্ট ২২, ২০২১, ০৭:০৫ পিএম
কঠিন শর্ত দিলে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যাবেন না বাটলার

ঢাকা: এরই মধ্যে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও না খেলার ইঙ্গিত দিলেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ইংল্যান্ড দল। খেলতে যাওয়া ক্রিকেটারদের চার মাস পরিবার থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বাটলার, অন্তত এই সময়ে পরিবারের কাছ থেকে এতদিন বিচ্ছিন্ন হতে চাচ্ছেন না বাটলার। 

দ্য টাইমসকে বাটলার বলেছেন, ‘এখন অন্যতম চ্যালেঞ্জ হলো যে আপনি বলতে পারছেন আমি এটা করতে পারব না। আমি ক্রিকেটের জন্য অনেক আত্মত্যাগ করেছি এবং আমার স্ত্রী ও পরিবারকেও। ‘আপনাকে নির্দ্বিধায় না বলতে হবে। কিছু খেলোয়াড় যদি মনে করে যে তারা সেটা বলতে পারবে না, তা খুবই হতাশার।’

অনেক ইংলিশ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় তাদের পরিবারকে সঙ্গে নিয়ে রাখার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ করে যাচ্ছে ইসিবি। করোনা নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া খুব কঠোর। তাদের সীমান্ত বন্ধ করেছে। ফ্লাইট সীমিত করার পাশাপাশি দেশে ফেরত আসা নাগরিকদের জন্য ১৪ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করেছে।

এসব শর্ত জারি থাকলে পরিবারকে সঙ্গে পাওয়া দুষ্কর। এত দিন বায়ো-বাবলে থাকা কঠিন মনে করছেন বাটলার, ‘প্রত্যেকের জন্য কোভিড বিশাল চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার খুব কঠোর বিধিনিষেদ। এটা (অস্ট্রেলিয়া সফর) কেমন হবে সেই ব্যাপারে আমরা আরো বেশি তথ্য না পাওয়া পর্যন্ত কী সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তা বলা অসম্ভব।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!