• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসির জার্সি কেনার হিড়িক চট্টগ্রামে, রমরমা ব্যবসা


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৩, ২০২১, ০৭:২৮ পিএম
মেসির জার্সি কেনার হিড়িক চট্টগ্রামে, রমরমা ব্যবসা

ঢাকা: বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন লিওনেল মেসি। তবে পিএসজিতে ১০ নম্বরের জার্সিতে খেলেন নেইমার।

ব্রাজিলিয়ান তারকা অবশ্য চেয়েছিলেন এই নম্বরটা বন্ধু মেসিকে ছেড়ে দেবেন। কিন্তু নেইমারের আবদারে রাজি হননি মেসি। আর্জেন্টাইন জাদুকর চেয়েছিলেন ১৯ নম্বর জার্সিটি। শেষ পর্যন্ত দুজনের কারোই আশা পূরণ হয়নি। পিএসজি মেসিকে ৩০ নম্বর জার্সিটিই নির্ধারণ করে দিয়েছেন। যে নম্বর দিয়ে বার্সাতে ক্যারিয়ার শুরু করেছিলেন মেসি।  

এদিকে পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর প্যারিসে ৩০ নম্বরের জার্সি কেনার হিড়িক পড়ে যায়। কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মেসির জার্সি বিক্রি করেই কয়েক মিলিয়ন ডলার আয় করে ফেলেছে পিএসজি। 

এদিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। মেসির জার্সি কেনার হিড়িক পড়েছে চট্রগ্রামে। জার্সি চাহিদা পূরণ করতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে রমরমা ব্যবসাও করে ফেলেছেন অনেকে।

চট্রগ্রামে আউটার স্টেডিয়ামের পাশে সবগুলো জার্সির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সবাই পিএসজির জার্সি কিনতে ব্যস্ত। পিএসজিতে মেসির ক্লাবের জার্সির চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দোকানের মালিকরা। 

অন্যদিকে চাহিদা বেশি থাকায় আকাশচুম্বী দামে জার্সি বিক্রি হচ্ছে বলে জানান জার্সি কিনতে আসা ক্রেতারা। প্রিয় তারকা বলে কথা? তাইতো আকাশচুম্বী দাম হওয়া সত্ত্বেও দাম নিয়ে চিন্তা করছেন না ভক্তরা। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!