• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সমালোচনা করে সাকিব শোনালেন আত্মবিশ্বাসের কথা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২১, ০৫:১৫ পিএম
সমালোচনা করে সাকিব শোনালেন আত্মবিশ্বাসের কথা

ঢাকা: সিরিজ জিতলেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলা হয়েছে সেটা নিয়ে সমালোচনা কম হয়নি। স্লো এবং টার্নিং উইকেট বানিয়ে প্রতিপক্ষকে আটকে রাখলেও দুই সিরিজেই ধুকতে হয়েছে ব্যাটসম্যানদের।

বিদেশি ক্রিকেটাররা বরাবরই এমন উইকেটের সমালোচনা করেছেন। সাকিব আল হাসানও তাই মনে করেন, এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫ ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেই সঙ্গে দুই সিরিজের পারফরম্যান্স দিয়ে ব্যাটসম্যানদের বিবেচনা না করার অনুরোধ করেছেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এই ৯-১০টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি যে বলতে পারবেন ও ভালো করেনি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স খুব একটা গণ্য না করাই ভালো।

উইকেট নিয়ে খুশি হতে না পারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে আশার আলো দেখছেন সাকিব। উইকেট নিয়ে সমালোচনা হলেও জয়ের বিকল্প দেখছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। সাকিব জানিয়েছেন, দল জিতলে আত্ববিশ্বাস বেশি থাকে। সেই সঙ্গে এই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে চান। 

সাকিব বলেন, আমার কাছে তো মনে হয় ভালো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি। হয়ত পিচ, উইকেট, লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস দেয়। আপনি অনেক ভালো খেলে ম্যাচ হারলে এই আত্মবিশ্বাস থাকবে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকাপ শুরুর ১৫-১৬ দিন আগে যাব, প্রস্তুতির যথেষ্ট সময় থাকবে। ঐ কন্ডিশন ও পিচের সাথে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাব। আমার মনে হয় না এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!