• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতে ঢাকা ছাড়ছেন সাকিব-মোস্তাফিজ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২১, ০৮:০৮ পিএম
রাতে ঢাকা ছাড়ছেন সাকিব-মোস্তাফিজ

ঢাকা: গত মে মাসে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএল। নতুন সূচিতে আসরের বাকি ৩১ ম্যাচের খেলা শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।

আইপিএলের বাকি অংশ খেলতে রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন টাইগারদের বড় দুই তারকা। দুজন একই ফ্লাইটে যাবেন। তাদের ফ্লাইট রোববার দিনগত রাত ১টা ৪০ মিনিটে।

বিসিবির অনুমতি নিয়েই আইপিএলে খেলতে যাচ্ছেন সাকিব-মোস্তাফিজ। ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে। এর আগেই দলের সঙ্গে যোগ দেবেন টি-টোয়েন্টি ও ওয়ানডের একনম্বর অলরাউন্ডার সাকিব ও টি-টোয়েন্টির শীর্ষ দশের বোলার মোস্তাফিজ। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!