• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা টেস্টের দল ঘোষণা, তিন পরিবর্তন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩০, ২০২১, ০৬:০৫ পিএম
ঢাকা টেস্টের দল ঘোষণা, তিন পরিবর্তন

ঢাকা: ঢাকা টেস্টে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। অবশেষে সেটাই হল। স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। চোট পাওয়ায় সাকিব আল হাসান মিরপুর টেস্টে খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু সাকিব ফিট হয়ে ওঠায় তাকে নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ। আজ ২০ জনের এ স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

সাকিব ছাড়াও দলে ফিরেছেন তাসকিন আহমেদ। এদিকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম। দুই দলের মধ্যকার প্রথম টেস্ট চট্টগ্রামে শেষ হয়েছে মঙ্গলবার (৩০ নভেম্বর)। দুই দল অবশ্য এখনও চট্টগ্রামেই অবস্থান করছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চার্টার্ড ফ্লাইটে চড়ে স্বাগতিক ও সফরকারী দল একসাথে ঢাকায় ফিরবে।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!