• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২০, ২০২২, ০১:২৪ পিএম
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশি

ফাইল ছবি

ঢাকা : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি গত বছরের সেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। আর সে দলে জায়গা হয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং পেসার মোস্তাফিজুর রহমান। 

বর্ষসেরা দলে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের ২ জন করে ক্রিকেটার স্থান পেয়েছেন দলটিতে। নেই ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তানের কোনো ক্রিকেটার।

বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। একাদশে মুশফিককে রাখা হয়েছে উইকেটরক্ষকের ভূমিকায়।

দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। ব্যাটিং অর্ডারে তার অবস্থান তৃতীয়, চতুর্থ স্থানে আছেন বাবরের স্বদেশী ফখর জামান। ওপেনিংয়ে আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের সঙ্গী দক্ষিণ আফ্রিকার জানেমান মালান।

রাসি ভন ডার ডুসেনকে ব্যাটিং অর্ডারের পাঁচে ও সাকিবকে ছয়ে রাখা হয়েছে। উইকেটরক্ষক মুশফিক ব্যাটিং অর্ডারের সপ্তম স্থানে। বোলারদের মধ্যে মুস্তাফিজ ছাড়াও রাখা হয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরা এবং আয়ারল্যান্ডের সিমি সিংকে।

বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লি, জানেমান মালান, বাবর আজম, ফখর জামান, রাসি ভ্যান ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং এবং দুশমন্থ চামিরা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!