• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বল টেম্পারিং করে নিষিদ্ধ নেদারল্যান্ডের পেসার


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৬, ২০২২, ১০:১৬ পিএম
বল টেম্পারিং করে নিষিদ্ধ নেদারল্যান্ডের পেসার

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের ম্যাচে মঙ্গলবার (২৫ জানুয়ারি) মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে বল বিকৃতির চেষ্টা করে তৃতীয় মাত্রার অপরাধ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন ডাচ পেসার ভিভিয়ান কিংমা।

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, কোনো ক্রিকেটার বল বিকৃতির চেষ্টা করলে ৪১.৩ নম্বর ধারা ভঙ্গ হবে। ধারা ভঙ্গ করে কিংমা পেয়েছেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। নেদারল্যান্ডসের আগামী ৪টি (ওয়ানডে বা টি-টোয়েন্টি) ম্যাচে তিনি এই নিষেধাজ্ঞা ভোগ করবেন। একইসাথে তার নামের পাশে জুড়ে দেওয়া হয়েছে ৫টি ডিমেরিট পয়েন্ট।

তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংসের ৩১তম ওভারে কিংমা নখ দিয়ে বল ঘষছিলেন, বল থেকে বাড়তি সুবিধা আদায়ের জন্য। আম্পায়াররা বিষয়টি টের পেয়ে সাথে সাথেই বল পরিবর্তন করেন। তাৎক্ষণিকভাবে শাস্তিও দেওয়া হয়। পেনাল্টি হিসেবে আফগানদের ইনিংসে যোগ করা হয় ৫ রান।

তবে শুধু দলীয় শাস্তিতেই পার পেলেন না মূল হোতা কিংমা। ম্যাচ শেষে তার ওপর কঠোর এই শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি ওয়েনডেল লা ব্রুই। কিংমা তার অপরাধ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সোনালীনিউজ/এআর 

Wordbridge School
Link copied!