• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রোজা রেখে বেনজেমারের হ্যাটট্রিক, সেমির পথে রিয়াল


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৭, ২০২২, ১০:২১ এএম
রোজা রেখে বেনজেমারের হ্যাটট্রিক, সেমির পথে রিয়াল

ছবি: ইন্টারনেট

ঢাকা : ফর্মের চূড়ায় থাকা হয়তো একেই বলে। তাই তো পরপর দুই ম্যাচে করলেন হ্যাটট্রিক, তাও কি না উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে। বলা হচ্ছে, ফরাসি তারকা করিম বেনজেমার কথা। যার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ।

বুধবার (৬ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আগামী মঙ্গলবার দিবাগত রাতে এই ব্যবধান উল্টে না গেলে রিয়ালই খেলবে সেমিফাইনালে।

এদিকে দুই দিন আগেই বলেছেন ‘রোজা আমাকে আলাদা শক্তি দেয়’। এর প্রমাণ দিতে বেশি দেরি করলেন না রিয়াল মাদ্রিদ তারকা। চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বুধবার রাতে। এর আগে সারাদিনই নিজের ধর্ম মেনে রোজা রেখেছেন ফরাসি তারকা।

খেলা শুর হয় স্থানীয় সময় আটটায়। এর কিছুক্ষণ আগেই অবশ্য ইফতারের সময় হয়েছিল। তবে সারাদিনের রোজা রাখার কোনো ক্লান্তি দেখা যায়নি বেনজেমার মধ্যে। তিনি নিজেও অবশ্য আগে বলেছেন, ‘দৈনন্দিন কাজে প্রভাব ফেলে না রোজা’। 

বরং এটা তাকে ‘দারুণ এক অনুভূতি দেয়’ বলে জানিয়েছিলেন বেনজেমা। চেলসির বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে তার প্রমাণ দিলেন তিনি। এর আগে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ঠিক আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা।

চেলসি ম্যাচে বেনজেমার গোল পেতে লেগেছে মাত্র ২১ মিনিট। এর মিনিট তিনেক বাদে দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান বেনজেমা। নিজের তৃতীয় গোল পান চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির ভুলে। করেন চ্যাম্পিয়ন্স লিগ নক আউটে নিজের টানা দ্বিতীয় হ্যাটট্রিক। 

ফিরতি লেগে আগামী বুধবার মাঠে নামবে দুই ইউরোপীয় জায়ান্ট। শেষ চারের টিকিট কাটতে হলে চেলসিকে সেদিন করতে হবে অন্তত দুই গোল। তবে দলের ফরোয়ার্ডদের যা ফর্ম, তাতে লড়াইটা মোটেও সহজ হওয়ার কথা না চেলসির।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!