• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্রীলঙ্কার লিড, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ


ক্রীড়া ডেস্ক মে ২৬, ২০২২, ১২:৩৪ পিএম
শ্রীলঙ্কার লিড, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

ছবি : সংগৃহীত

ঢাকা : তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ যেমনটা বলছিলেন, ‘আমরা লিড নিতে চাই। এর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে।’ তবে নাভিদের শঙ্কা মতো লিড নিতে খুব একটা কঠোর পরিশ্রম করতে হয়নি দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্ডিমালকে।

অনেকটা অনায়াসে বাকি থাকা ৮২ রান তুলে লিড নিলো লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকাতে সফরকারীদের খোয়া গেছে কেবল ৫টি উইকেট।

চতুর্থ দিনের সকালের সেশনটা কাজে লাগাতে পারলো না বাংলাদেশ দল। ম্যাচের প্রথম দুই দিন প্রথম সেশনে যথাক্রমে ৫টি ও ৪টি উইকেট নিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন সকালে বাংলাদেশও নিয়েছিল দুই উইকেট। কিন্তু আজ আর তা হলো না। টাইগারদের নির্বিষ বোলিংয়ে নির্বিঘ্নে পুরো সেশন কাটিয়েছে সফরকারীরা।

মিরপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ১৩০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান। বাংলাদেশের ৩৬৫ পেরিয়ে গেছেন।  লাঞ্চ বিরতি শেষে আবার ব্যাটিং করতে নেমেছেন। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৭৭ রান।  অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৯৫ ও দিনেশ চান্দিমাল ৬৭ রানে অপরাজিত রয়েছেন। 

আগের দিন ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায়, আজ ত্রিশ মিনিট আগে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম বলটিই পায়ের ওপর করেন এবাদত হোসেন। যেখান থেকে দুই রান নিয়ে নেন চান্দিমাল।

এমন শুরুর আর তেমনভাবে দুই অভিজ্ঞ লঙ্কানের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বলে বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও উইকেট তোলার মতো বোলিং করতে পারেননি তারা। ফলে অনায়াসেই কেটেছে লঙ্কানদের প্রথম ঘণ্টা।

পানি পানের বিরতির পর আক্রমণে আসেন খোদ অধিনায়ক মুমিনুল হক। সেই ওভারেই চতুর্থ বলে পরাস্ত হন চান্দিমাল। বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। কিন্তু চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লাগেনি সেই বল। ফলে মেলেনি উইকেট।

পরের ওভারে চান্দিমালের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের সুযোগ তৈরি করেছিলেন তাইজুল ইসলাম। রিপ্লে'তে এক পাশ থেকে মনে হচ্ছিল দাগের ভেতরে চান্দিমালের পায়ের কোনো অংশ নেই। তবে অন্য পাশ থেকে যায়, অল্পের জন্য পপিং ক্রিজের ভেতরেই রয়ে গেছেন চান্দিমাল। আবারও আশাহত হয় বাংলাদেশ।

এর বাইরে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। চান্দিমাল ও ম্যাথিউজ মিলে খুব সহজেই কাটিয়ে দিয়েছেন পুরো সেশন। চান্দিমাল নিজের ফিফটি তুলে নিলেও, সেঞ্চুরির অপেক্ষা নিয়েই বিরতিতে যেতে হয়েছে তাকে। দ্বিতীয় সেশনে সেঞ্চুরির মিশনে নামবেন এ অভিজ্ঞ ব্যাটার।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!