• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীর্ষে ব্রাজিল তিনে আর্জেন্টিনা, তলানিতে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২২, ০৩:২০ পিএম
শীর্ষে ব্রাজিল তিনে আর্জেন্টিনা, তলানিতে বাংলাদেশ

ঢাকা: ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এদিকে শীর্ষে আছে ব্রাজিলই। পাঁচ বছরে প্রথমবার শীর্ষ তিনে একসঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনা। 

তবে দুঃসংবাদ আছে বাংলাদেশের। চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের কারণে জামাল ভূঁইয়ার দল নেমে গেছে চার ধাপ। ১৮৮তম স্থান থেকে তারা এখন ১৯২ এ। চলতি মাসে এশিয়ান বাছাইয়ে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার কাছে হারে তাদের এই পতন। ২০১৮ সালের পর সবচেয়ে বাজে র‌্যাংকিংয়ে তারা, ওইবারও ১৯২তম ছিল।

বেলজিয়াম আগের মতোই দুই নম্বরে। চলতি মাসে নেশনস লিগে চার ম্যাচে দুটি জিতলেও একটি করে হার ও ড্রয়ের কারণে পয়েন্ট হারালেও তাদের অবস্থান অপরিবর্তিত।

চলতি মাসে নেশনস লিগে চার ম্যাচে দুটি করে হার ও ড্রয়ে ২৫ পয়েন্ট খুঁইয়ে চারে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেরা পাঁচের অন্য দল ইংল্যান্ড। ইতালিকে সাতে নামিয়ে স্পেন উঠেছে ছয় নম্বরে। পর্তুগালকে (৯) টপকে অষ্টম স্থানে নেদারল্যান্ডস। এক ধাপ উন্নতি হয়ে ডেনমার্ক সেরা দশে ফিরেছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!