• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রানআউটে ভাঙল জুটি


ক্রীড়া ডেস্ক আগস্ট ৫, ২০২২, ০৬:৪৩ পিএম
রানআউটে ভাঙল জুটি

ঢাকা: সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের চাই ৩০৪। লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। প্রথম ওভারেই আঘাত করেন মোস্তাফিজুর রহমান।

শেষ বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন রেজিস চাকাভা। 

পরের ওভারে আঘাত করেন শরিফুল ইসলাম। তাকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলেছেন তারিসাই মুসাকান্দা। প্রথম ২ ওভারে ২ উইকেট হারানোর পর ওয়েসলি মাধেভেরে ও ইনোসেন্ট কাইয়ার জুটিটা এগোচ্ছিল ভালোই। সেটি ভাঙল বাজে ভুল বোঝাবুঝিতে। 

মিরাজের বলে মিডউইকেটে খেলে সিঙ্গেল নিয়েছিলেন কাইয়া। সেটিতেই সন্তুষ্ট ছিলেন তারা। বিপত্তি ঘটলো তাইজুল ইসলাম মিসফিল্ড করায়। কাইয়া ডাবলস নিতে চাইলেন, তবে ব্যাটিং সঙ্গীর বদলে তখন বলের দিকেই তাকিয়ে ছিলেন মাধেভেরে। চাইলে অবশ্য ক্রিজ ধরে রাখতে পারতেন, তবে সেটি করেননি। 

যে মুহূর্তে দৌড় শুরু করেছিলেন, তাতে ক্রিজে পৌঁছার সম্ভাবনা ছিল না। সেটি পারেননিও। তাইজুলের থ্রোয়ের পর স্টাম্প ভেঙেছেন মিরাজ। মাধেভেরে ও কাইয়ার জুটি থেমেছে ৪২ রানে। জিম্বাবুয়ে হারিয়েছে তৃতীয় উইকেট।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!