• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাফুফে সভাপতির কাছে যা চাইলেন সাবিনারা 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:০৪ পিএম
বাফুফে সভাপতির কাছে যা চাইলেন সাবিনারা 

ঢাকা: বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেছেন সাফজয়ী নারীরা। এই সুযোগে সভাপতির কাছে নিজেদের কিছু দাবিদাওয়া জানিয়ে রেখেছেন সাবিনারা।

মূলত বেতন আর অনুশীলন সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বর্তমানে তিন বিভাগে মেয়েরা মাসে বেতন পান ১২, ১০ ও ৮ হাজার টাকা করে। এই অল্প টাকায় চলতে সমস্যা হয়। তাই বেতন বাড়ানোর জোরালো দাবিই তারা তুলেছেন।

এ ছাড়া চেয়েছেন অনুশীলন সুবিধা ও খেলার সরঞ্জাম। সরঞ্জামের মধ্যে আছে জিপিএস সিস্টেমও। বর্তমানে একসেট জিপিএস আছে বাফুফের, ছেলে-মেয়ে সবাই এটা ব্যবহার করেন। মেয়েরা আলাদা করে জিপিএস সেট চেয়েছেন।

সভাপতিও আশ্বাস দিয়ে বলেছেন, বাফুফে সাধ্যমতো মেয়েদের সব দাবিই পূরণ করবে। বাফুফে সভাপতি মেয়েদের বলেছেন, এখন থেকে আর দক্ষিণ এশিয়া নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া অর্থাৎ আসিয়ান অঞ্চলের দলগুলোর সঙ্গে ভালো করার লক্ষ্য থাকবে। লক্ষ্য পূরণে মেয়েদের তৈরিও হতে বলেছেন তিনি।

কোচ গোলাম রব্বানী তার বেতন বাড়ানোর ব্যাপারে বাফুফে সভাপতির কাছে দাবি তোলেন। সেটা তিনি কাল বিকেলে বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে হাসতে হাসতে বলেন, ‘আমি যখন বাসায় যাই, বাসার সবাই তখন আমাকে মেহমান মনে করে। আসে আবার চলে যায়। ঠিক আছে, হলাম মেহমান। কিন্তু মাস শেষে বাসায় যদি একটু বেশি দিতে পারি, তাহলে বাসায় গ্রহণযোগ্যতা একটু বেশি থাকে।’

এ সময় বাফুফের সংবাদ সম্মেলনকক্ষে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন সাবিনা খাতুন, মারিয়া মান্দা ও শিউলি আজিম। মারিয়া বলেন, ‘এই সাফল্য ধরে রাখতে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে।’

এ বছর মেয়েদের আর খেলা নেই। আগামী বছর মার্চে ফিফার নির্ধারিত সূচিতে সাবিনাদের জন্য প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে চায় বাফুফে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!