• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোল করেই ক্যামেরুনের কাছে ক্ষমা চাইলেন সুইজারল্যান্ডের এমবোলো


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০২২, ০৬:২০ পিএম
গোল করেই ক্যামেরুনের কাছে ক্ষমা চাইলেন সুইজারল্যান্ডের এমবোলো

ঢাকা: আজ ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ের নায়ক এমবোলো। তার একমাত্র গোলেই যে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা। 

ডান দিক থেকে জেরদান শাচিরি পাস দিলেন ছয় গজ বক্সের সামনে। অরক্ষিত ব্রিল এমবোলো ডান পায়ের শটে সহজেই বল পাঠালেন ক্যামেরুনের জালে। তার অন্য সতীর্থরা তখন করছেন উল্লাস। 

তবে এমবোলো স্থির দাঁড়িয়ে রইলেন, দুই হাত ওপরে তুলে ক্ষমা চাওয়ার মতো ভঙ্গি করলেন, দুই হাত জোড় করে গ্যালারির দিকে তাকালেন। জন্মভূমির বিপক্ষে গোল করেছেন বলেই হয়তো উদযাপন করলেন না সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড।

এমবোলোর জন্ম ক্যামেরুনের রাজধানী ইয়াওন্ডেতে। যখন তিনি ছোট, তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। পাঁচ বছর বয়সে মায়ের সঙ্গে পাড়ি জমান ফ্রান্সে। পরে তার মা আবার বিয়ে করেন এক সুইস নাগরিককে। তারা সবাই চলে যান সুইজারল্যান্ডের বাসেলে।

এমবোলো পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন সুইস ক্লাব বাসেলের হয়ে। সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলগুলি পেরিয়ে জায়গা পেয়ে যান জাতীয় দলে। অভিষেক হয় ২০১৫ সালে।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও খেলেছিলেন এমবোলো। ২৫ বছর বয়সী ফুটবলার বিশ্ব মঞ্চে প্রথম গোলের দেখা পেলেন এবার। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!