• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেষ ওয়ানডের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ


ক্রীড়া ডেস্ক জুলাই ১০, ২০২৩, ১২:৫৬ পিএম
শেষ ওয়ানডের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ঢাকা: চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বল করার সময় বাম হাঁটুতে চোট পান পেস বোলার এবাদত হোসেন। চোটের কারণে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়েন তিনি। শুধু তাই নয়, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।

রোববার (৯ জুলাই) জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবাদতের ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ ওর (এবাদতের) এমআরআই করার কথা। তবে ওয়ানডে সিরিজে ওর আর কোনো সুযোগ দেখছি না। এমআরআইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেরটা বোঝা যাবে।’ 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান তিনি। ফলে ব্যাটিংয়ে নামতে পারেননি এবাদত হোসেন। ৯ জন ব্যাটারকে নিয়ে করুণভাবে হেরেছে টাইগাররা।
 
শনিবার (৮ জুলাই) ঘটনাটা ছিল এমন, বোলিং স্ট্রাইডে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা লাগায় রানআপ শেষ করতে পারেননি এবাদত। উল্টো বাম পায়ের হাঁটুতে বাজেভাবে আঘাত পান তিনি। এরপর আর বোলিং করা হয়নি ইবাদতের। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। এর আগে এবাদত ৯.২ ওভার বোলিং করেছিলেন।
 
জানা গেছে, শনিবার ম্যাচ শুরুর আগেও একবার মাঠে পড়ে গিয়েছিলেন এবাদত। এসময়ও একই হাঁটুতে ব্যথা পেয়েছিলেন তিনি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!