• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লিটনের জ্বর কমার অপেক্ষা, লন্ডনে ইবাদত


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৯, ২০২৩, ০৯:২১ এএম
লিটনের জ্বর কমার অপেক্ষা, লন্ডনে ইবাদত

ঢাকা: এশিয়া কাপে অংশ নিতে রোববার দুপুরে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ দল। অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন। ইবাদত ছিটকে যাওয়ায় দলে ডাক পাওয়া পেসার তানজিমও ছিলেন না সেই বহরে। 

সোমবার দুপুরের ফ্লাইটে চলে গেছেন তানজিম। সুস্থ হয়ে উঠলে একইসঙ্গে যেতেন লিটনও। কিন্তু তা হয়ে ওঠেনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানালেন, লিটনকে নিয়ে অপেক্ষা চলছেই। 

“লিটন দাসের জ্বর বাড়েনি। বরং আগের চেয়ে একটু কমেছে। তবে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, কবে নাগাদ যেতে পারবে (শ্রীলঙ্কায়)। ওষুধ দিলে তো জ্বর কমে। তবে ওষুধ ছাড়া কমতে হবে। আমরা আপাতত সেটারই অপেক্ষা করছি। আজকের দিনটা দেখি।”  

এশিয়া কাপের এবারের আসর শুরু হচ্ছে বুধবার। পরের দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সময় তাই খুবই কম। এর মধ্যে লিটন সুস্থ না হলে বাংলাদেশের স্কোয়াডে ওপেনার থাকবেন স্রেফ দুজন- মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান। সেক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে বিকল্প ওপেনারের। 

তবে আপাতত এমন কিছু নিয়ে ভাবছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নির্বাচক হাবিবুল বাশার জানালেন, এখনই কোনো বিকল্প ওপেনার পাঠানোর পরিকল্পনা নেই তাদের। 

হাঁটুর চোটের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ নিতে সোমবার ভোরে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন ইবাদত। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানালেন, আপাতত বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় তারা। 

“লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলবে ইবাদত। ওখানে ৩০ তারিখের (বুধবার) অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আগে পরামর্শ করুক। তাদের মতামত শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”  

“আমরা সব কিছুর জন্যই প্রস্তুত আছি। ওদের (লন্ডনের চিকিৎসকদের) সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হবে। দেশে (ইবাদতকে) দেখার পর আমরা একটা মতামত দিয়েছি। ওদেরটাও শুনব। তারপর সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।” 

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় আম্পায়ারের সঙ্গে কনুইয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে পড়ে যান ইবাদত। ওই চোটে ম্যাচ থেকে তো বটেই, সিরিজ থেকেও ছিটকে যান ২৯ বছর বয়সী পেসার।

এআর

Wordbridge School
Link copied!