• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাপ সামলে রান তোলার চেষ্টায় নিউজিল্যান্ড


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৫:৩০ পিএম
চাপ সামলে রান তোলার চেষ্টায় নিউজিল্যান্ড

ঢাকা: শুরুর চাপ সামলে রান তোলার চেষ্টায় আছে নিউজিল্যান্ড। তবে সুযোগও হারিয়েছে বাংলাদেশ। উইল ইয়াং এলবিডব্লিউ হতে পারতেন। 

তানজিম হাসানের আবেদনে সাড়া দেননি আম্পায়ার নিতিন মেনন। বাংলাদেশও রিভিউ নেয়নি। তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, আউটই হতেন ইয়াং। 

তার পেছনের পায়ে লেগেছিল, তবে বল লেগ স্টাম্প মিস করে বেরিয়ে যেত বলে ধরে নিয়েছিলেন নুরুলরা। ১৬তম ওভারে ৫০ রানও পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। 

প্রথম ১৩ বলে রান নিতে পারেননি। এরপর ইয়াং করলেন পা ও ক্রিজের ব্যবহার। ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে নাসুমকে মিড অনের ওপর দিয়ে তুলে মেরেছেন, তাতে পেয়েছেন প্রথম চার। নিকোলস অবশ্য ভরসা রাখছেন সুইপের ওপরই। 

নিউজিল্যান্ডের স্কোর ১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রান। ক্রিজে ইয়ংয়ের সঙ্গে আছেন নিকোলস।

এআর

Wordbridge School
Link copied!