• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কেন কোহলিকে স্লেজিং করেন না, জানালেন মুশফিক


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০২৩, ০৩:০৬ পিএম
কেন কোহলিকে স্লেজিং করেন না, জানালেন মুশফিক

ঢাকা: কোহলি এবারের বিশ্বকাপে ৩ ম্যাচে ২ ফিফটিতে ৫২ গড়ে করেছেন ১৫৬ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত ১২ রানে জীবন পাওয়ার পর করেছেন ৮০ রান।

কোহলি যাতে তার দুর্দান্ত ফর্ম আজ ধরে রাখতে না পারেন, তার জন্য নিশ্চয়ই বাংলাদেশের কোনো পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে উইকেটের পেছনে থাকা মুশফিকের জন্য কাজটা তুলনামূলক সহজই। স্লেজিং করে কোহলির মনোযোগ নষ্টের চেষ্টা তো মুশফিক করতেই পারেন। 

তবে মুশফিক জানিয়েছেন, তিনি কোহলিকে স্লেজিং করেন না। তার (মুশফিক) মতে, স্লেজিং করলে বেশ ভয়ংকর হয়ে ওঠেন ভারতীয় এই ব্যাটার। 

গতকাল স্টার স্পোর্টস মুশফিক বলেন, কয়েকজন ব্যাটার আছেন, যারা স্লেজিং পছন্দ করেন এবং তাতে উজ্জীবিত হয়ে ওঠেন। তাকে (কোহলি) আমি কখনো স্লেজিং করি না। কারণ সে তাতে উজ্জীবিত হয়ে ওঠে। সব সময় আমার বোলারদের বলি দ্রুত তার উইকেট তুলে নিতে।

কোহলির সমান রান না করলেও ছন্দে আছেন মুশফিক। ৫৯.৫০ গড়ে মুশফিক করেছেন ১১৯ রান। টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। আর ভারতের বিপক্ষে তিন সংস্করণ মিলে ৪৪ ম্যাচে ৩৫.৬৬ গড়ে করেছেন ১৪৯৮ রান, যার মধ্যে ২০১৪ এশিয়া কাপে ফতুল্লায় প্রতিবেশী দলের বিপক্ষে ছুঁয়েছেন তিন অঙ্ক। 

দিল্লিতে ২০১৯ সালে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়েও অবদান রেখেছেন মুশফিক। ভারতের বিপক্ষে খেলতে তাই যেন মুখিয়ে আছেন তিনি। 

বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারের ভাষ্য-যখনই তার বিপক্ষে খেলি, তখনই সে আমাকে স্লেজিংয়ের চেষ্টা করে। আমি ব্যাটিংয়ে গেলেই করে। 

সে প্রতিযোগিতা খুব পছন্দ করে। সে এক ম্যাচও হারতে চায় না। তার সঙ্গে লড়াইটা আমি বেশ উপভোগ করি। তাকে ও ভারতকে মোকাবিলা করার যে চ্যালেঞ্জ, তা নিতে আমি মুখিয়ে আছি।

এআর

Wordbridge School
Link copied!