• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

নিজেদের জালে ফেঁসে গেছে ভারত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২০, ২০২৩, ০৬:০৫ পিএম
নিজেদের জালে ফেঁসে গেছে ভারত

ঢাকা: বিশ্বকাপে পিচ কাণ্ডে বেশ বিতর্কের মুখে পড়ে ভারত। এখন ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৬ উইকেটে হেরে যাওয়ার পর কেউ কেউ আবার দলটির নিজেদের মতো পিচ তৈরির কৌশলের কাছেই তাদেরই ‘ধরা খাওয়ার’ কথা বলছেন!

ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল ভন এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, পিচ নিয়ে ভারতের কৌশল তাদের জন্য বুমেরাং হয়েছে। এবার খোদ ভারতেরই সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, পিচের বিষয়ে ভারত নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছে!

আকাশ চোপড়া কেন এমন কথা বলছেন, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘আমি মনে করি, ভারত শুরুতেই একটি ব্যাপার মিস করেছে। ভারত হয়তো যে ধরনের পিচে খেলতে চেয়েছে, সেটা তারা নিজেরাই নির্বাচন করেছে। তারা হয়তো কালো মাটির পিচে খেলতে চেয়েছে, যেখানে স্পিনের প্রচুর সাহায্য থাকবে। যাহোক, তাদের শুরুটা হয়তো কিছুটা রক্ষণাত্মক ছিল।’

এমন উইকেটে টস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই গুরুত্বপূর্ণ অংশটি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পক্ষে গেছে। যেখানে তিনি টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন। তার দল ভারতকে ২৪০ রানে আটকেও দিতে পেরেছে। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতে গেছে অস্ট্রেলিয়া।

আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ধরনের উইকেটে খেলব, এটা ভাবাই উচিত হয়নি আমাদের। যে ধরনের উইকেটে খেলা হয়েছে, আগে ব্যাটিং করলে সেটা আপনাকে স্বাধীনতা নিয়ে খেলতে দেবে না। আপনি যদি এভাবে ভাবেন যে শুষ্ক কালো-মাটির পিচ বেছে নেবেন, তাহলে (আগে ব্যাট করলে) আপনি নিজের জালেই ফেঁসে গেলেন।’

ভারত দলকে এই দোষ দেওয়া চোপড়া অবশ্য অস্ট্রেলিয়া দলের ভালো খেলার প্রশংসাও করেছেন, ‘শেষ লড়াইয়ে অবশ্য দুটি বিষয় থাকে। প্রথমত, যে দল কম ভুল করবে, তারা নিজেদের ভালো অবস্থানে দেখতে পাবে। তারাই চাপ সামলাতে পারবে। এ দুটি বিষয় সামলাতে পারলে কেউ আপনার জয় আটকাতে পারবে না। অস্ট্রেলিয়া সেটাই দেখিয়েছে।’

এআর
 

Wordbridge School
Link copied!