• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাতীয় দল থেকে কবে অবসর, জানিয়ে দিলেন ডি মারিয়া


ক্রীড়া ডেস্ক  নভেম্বর ২৪, ২০২৩, ০১:৪২ পিএম
জাতীয় দল থেকে কবে অবসর, জানিয়ে দিলেন ডি মারিয়া

ঢাকা: বয়স ৩৫, এখনো দিব্যি খেলে যাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে শীঘ্রই আর্জেন্টিনার হয়ে বুটজোড়া তুলে রাখছেন এই তারকা। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সি গায়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের বার্তা তিনি নিজেই দিয়েছেন।

২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে ২০০৮ সালে অভিষেক হয় ডি মারিয়ার। এখনো পর্যন্ত দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিকের স্বর্ণ পদক। একশ’র বেশি ম্যাচে আর্জেন্টিনার জার্সি চাপানোর কৃতিত্বও অর্জন করেছেন এই মিডফিল্ডার। 

ইনস্টাগ্রামে ডি মারিয়া বলেছেন, ‘কোপা আমেরিকায় আমি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দিতে চাই। ক্যারিয়ারে আমার সঙ্গে ঘটে যাওয়া (আর্জেন্টিনার হয়ে খেলা) সবচেয়ে সুন্দর ব্যাপারটিকে বিদায় জানাতে আমি হৃদয় থেকে ব্যথা অনুভব করছি, গলা আটকে আসছে…।’

ডি মারিয়াকে সমর্থকরা সবচেয়ে বেশি মনে করবে ২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার সেই ফাইনালের কারণে। কারণ শিরোপা নির্ধারণী সেই মহাগুরুত্বপূর্ণ গোলটি এসেছিল অসীম দক্ষতার ডি মারিয়ার পায়েই। এছাড়াও আর্জেন্টিনার বড় মঞ্চের নায়ক হিসেবেও পরিচিত তিনি। ২০০৮ সালের অলিম্পিক ফাইনাল, ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল ও ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে গোল আছে এই তারকার। 

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ডি মারিয়াকে নিয়ে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে ডি মারিয়ার যা অর্জন, তাতে সে মেসি, দিয়েগো মারাদোনা ও মারিও কেম্পেসের মতোই স্বীকৃতির দাবিদার। 

এমএস

Wordbridge School
Link copied!