• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিপিএল নিয়ে হাথুরুর মন্তব্যের জবাবে যা বললেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১২:৫৫ পিএম
বিপিএল নিয়ে হাথুরুর মন্তব্যের জবাবে যা বললেন মাশরাফি

ঢাকা : চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। সম্প্রতি বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে একটি মন্তব্য করেছেন। যেখানে তিনি বলেছেন, বিপিএল দেখতে গেলে মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন। এমনকি বিপিএলকে সার্কাসের সঙ্গেও তুলনা করেছেন তিনি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

হাথুরুসিংহের এমন মন্তব্যের একদিন পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, একজন বিদেশি কোচ আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি জব করি বিসিবিতে, আবার বিদেশি কোচ। তখন বলছি যে, বিপিএলের এত বাজে অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তার কোড অব কন্ডাক্ট বা ইথিকসে পড়ে কিনা।

নাজমুল হাসান পাপনের পর এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, কখনই রিমোর্ট দিয়ে টিভি অফ করে দেওয়ার মতো অবস্থা আমার মনে হয়নি। আমার ব্যস্ততার কারণে শেষ চার দিন আমার ম্যাচগুলো দেখা হয়নি। অবশ্যই বিপিএলে আমার দেশের খেলোয়াড়রা খেলছে, সেখানে রিমোট দিয়ে বন্ধ করা বা ঘুরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

চ্যাম্পিয়ন হবে কোন দল? এমন প্রশ্নে মাশরাফি বলেন, রংপুরকে আমার ফেভারিট মনে হয়েছে। অবশ্যই কুমিল্লা সবসময়ই শিরোপা রেসে থাকে। বরিশালও ফেভারিট টিম। কিন্তু রংপুরকে আমার কাছে ফেভারিট মনে হয়েছিল।

উল্লেখ্য, ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে জানান, আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে। আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারের কোনো (পর্যাপ্ত) ক্লাসই নেই।

এমটিআই

Wordbridge School
Link copied!