• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেস্টেও হোয়াইটওয়াশ স্বাদ পেল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৪, ১১:৫৭ এএম
টেস্টেও হোয়াইটওয়াশ স্বাদ পেল বাংলাদেশ

ঢাকা : চট্টগ্রাম টেস্টে ১৯২ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।

চতুর্থ দিন শেষেই হারের দুয়ারে ছিল বাংলাদেশ। শেষ দিনে প্রথম সেশনে জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলে শ্রীলঙ্কা। ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে দিন শুরু করে ৩১৮ রানে শেষ হয় বাংলাদেশের শেষ ইনিংস।

শেষ তিন উইকেট তুলে নিতে বুধবার ১৮ ওভার লাগে লঙ্কানদের। বাংলাদেশ যোগ করতে পারে ৫০ রান।

একপ্রান্তে লড়াই করে লঙ্কানদের জয়ের অপেক্ষা একটু দীর্ঘায়িত করেন মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৪ চারে ১১০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন তিনি।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তাইজুল ইসলাম বিদায় নেন দিনের শুরুর দিকেই। কামিন্দু মেন্ডিসের বলে দুর্দান্ত রিফ্লেক্স ক্যাচ নেন নিশান মাদুশকা।

পরে হাসান মাহমুদকে নিয়ে আরেকটু লড়াই করেন মিরাজ। ৪১ রানের জুটি শেষে হাসান বিদায় নেন লাহিরু কুমারার দুর্দান্ত বাউন্সারে।

একটু পরে খালেদ আহমেদকে বোল্ড করে কুমারাই শেষ করে দেন ম্যাচ।

শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ টেস্টে বাংলাদেশের ২০তম পরাজয় এটি। একমাত্র জয়টি ছিল সেই ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে। ড্র হয়েছে বাকি ৫ টেস্ট।

প্রথম ইনিংসে ৯২ রানের দারুণ ইনিংস খেলার পাশাপাশি শেষ ইনিংসে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা কামিন্দু মেন্ডিস। আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা এই ক্রিকেটার পেয়েছেন ম্যান অব দা সিরিজের পুরস্কারও।

এই সফরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জিতে দেশে ফিরছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিততে পেরেছে ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ দল আবার মাঠে নামবে আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ‌১ম ইনিংস: ৫৩১

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৮

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১৫৭/৭ (ডি.)

বাংলাদেশ ২য় ইনিংস: ৮৫ ওভারে ৩১৮ (আগের দিন ২৬৮/৭) (মিরাজ ৮১*, তাইজুল ১৪, হাসান ৬, খালেদ ২; ভিশ্ব ১০-৩-৯-১, আসিথা ১৫-২-৬২-০, কুমারা ১৫-৩-৫০-৪, জায়াসুরিয়া ২৭-২-৯৯-২, ধানাঞ্জয়া ৮-২-২৫-০, কামিন্দু ১০-০-৩২-৩)

ফল: শ্রীলঙ্কা ১৯২ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: কামিন্দু মেন্ডিস।

ম্যান অব দা সিরিজ: কামিন্দু মেন্ডিস।

এমটিআই

Wordbridge School
Link copied!