• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক মে ২৫, ২০২৪, ০৮:৪০ পিএম
সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের সম্মান রক্ষার ম্যাচ।

শনিবার (২৫ মে) প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিলো বিসিবি। যাতে নবীন ইউএসএ-এর বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে হাসতে পারে মূল মঞ্চে। তবে পর পর দুই পরাজয়ে শান্ত-সাকিব-রিয়াদরা ক্রিকেট বিশ্বেই এখন হাসির পাত্র।

আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে, দ্বিতীয় ম্যাচ হেরে ছুঁয়েছে লজ্জার মাইলস্টোন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে একশ' ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার আরও বড় লজ্জার সামনে টাইগাররা। শেষ ম্যাচটায় হারলে সহযোগী দেশের কাছে টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রথম দল হিসেবে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হবে শান্ত-লিটনদের। 

আইএ

Wordbridge School
Link copied!