• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে ফেরার আগে দুঃসংবাদ পেলেন সাকিব


ক্রীড়া ডেস্ক জুন ২৭, ২০২৪, ০৩:০৫ পিএম
দেশে ফেরার আগে দুঃসংবাদ পেলেন সাকিব

ঢাকা: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেরই অনুজ্জ্বল সাকিব আল হাসান। পুরো আসরে নিজেকে খুঁজে পাননি একদম। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৬৪ রান করা ছাড়া বাকি ৬ ম্যাচে সাকিবের সংগ্রহ মাত্র ৪৭ রান। 

আর উইকেট মোটে ৩টি। কতটা ভয়াবহ অফফর্ম এ আছেন সাকিব, তা এই পরিসংখ্যানই বলে দেয়। বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফেরার আগে দুঃসংবাদ পেলেন এই ক্রিকেটার।

ব্যাটে-বলে সাকিবের এমন ছন্দহীনতার প্রভাব পড়েছে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। ফরম্যাটটিতে তিনি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। তিন ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখন ৬ নম্বরে সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২০৬।

২২২ রেটিং নিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবী এগিয়েছেন, আছেন দ্বিতীয় স্থানে। এ ছাড়া ভারতীয় অলারাউন্ডার হার্দিক পান্ডিয়া জায়গা করে নিয়েছেন শীর্ষ তিনে। স্টয়নিস শীর্ষস্থান হারিয়ে নেমে এসেছেন চারে। পাঁচে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর থেকে গত এক যুগের মধ্যে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব কখনো পাঁচের নিচে ছিলেন না। শীর্ষ দশে আরও আছেন নেপালের দীপেন্দ্র সিং অইরি, দক্ষিণ আফ্রিকা অ্যাইডেন মারর্কাম এবং ইংল্যান্ডের মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটারকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। অবশ্য অস্ট্রেলিয়া এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সূর্যর সামনে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে। 

এআর

Wordbridge School
Link copied!