• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাকিব কেন এটা বলবে, মানুষকে ৯-৬ বোঝানোর দিন শেষ: রফিক


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩, ২০২৪, ০৫:১০ পিএম
সাকিব কেন এটা বলবে, মানুষকে ৯-৬ বোঝানোর দিন শেষ: রফিক

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনায় সরব হয়েছেন বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা, বাদ যাননি দেশের ক্রিকেটাররাও। 

তবে অনেক ক্রিকেটার আওয়াজ তুললেও নীরব ছিলেন সাকিব আল হাসান। আর তাইতো কয়েকদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির ম্যাচ শেষে এক দর্শকের তোপের মুখে পড়েন সাকিব আল হাসান।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নীরব থাকায়, এক দর্শক তাকে প্রশ্নের মুখে ফেলেন। জবাবে ওই ভক্তকে ‘আপনি দেশের জন্য কী করেছেন’ বলে পাল্টা প্রশ্ন করেন সাকিব। যা নিয়ে এবার টাইগার অলরাউন্ডারের কড়া সমালোচনা করেছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে রফিক বলেন, ‘সাকিবের ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সে দর্শকককে যে কথা বলেছে, তার জবাবটা বিসিবির দেওয়া উচিৎ। কারণ তাকে দেশের প্রতিনিধি বানিয়ে, পতাকা নিয়ে তাকে বাইরে পাঠানো হয়, সে এ ধরনের কথা বলবে কেন? পাবলিক মাঠে গালি দেয়, আবার জিতলে ঠিকই মাথায় তুলে নাচে। পাবলিক এমনই, এখন তারা সবকিছু বুঝে, তাদের নয়-ছয় বোঝানোর দিন শেষ।’

দেশের হয়ে জেতার চেয়ে খেলোয়াড়দের কাছে টাকাই প্রাধান্য পায় বলেও ক্ষোভ প্রকাশ করেন রফিক, ‘আপনি কী জিতছেন? এশিয়া কাপ, আইসিসির কোনো ট্রফি জিতছেন? আগে বাংলাদেশটা কী ফিল করতে হবে, পতাকা ফিল করতে হবে। আমি মনে করি এদের মধ্যে ফিলিংস বলতে কিছু নেই। তারা বোঝে শুধু টাকা আর টাকা।’

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। তার নীরবতা নিয়ে ক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা। সে কারণে সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব। 

কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এ সময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য তখন ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

এআর

Wordbridge School
Link copied!