• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারাল শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২৪, ১০:৫৭ পিএম
দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারাল শ্রীলঙ্কা

ঢাকা: জেফ্রি ভ্যান্ডারসে সতীর্থের চোটে আচমকা পাওয়া সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন। অসাধারণ বোলিং উপহার দিলেন এই লেগ স্পিনার। সঙ্গে অধিনায়ক চারিথ আসালাঙ্কার অফ স্পিনে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

চোটজর্জর শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে ৩২ রানে। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে তারা ১-০তে। প্রথম ম্যাচ ‘টাই’ হয়েছিল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার ১৩৬ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কাকে আরও একবার উদ্ধার করেন দুনিথ ওয়েলালাগে। তার ও কামিন্দু মেন্ডিসের কার্যকর দুটি ইনিংসে ২৪০ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

জবাবে ৯৭ রানের উদ্বোধনী জুটির পরও ভারত ২০৮ রানে গুটিয়ে যায় ৪৬ বল বাকি থাকতেই। সফরকারীদের প্রথম ৬ উইকেটই নেন ভ্যান্ডারসে, ১০ ওভারে তিনি দেন কেবল ৩৩ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচের সেরা তিনিই।

ভারতের বিপক্ষে এই সংস্করণে কোনো স্পিনারের তৃতীয় সেরা বোলিং এটি। ২০০৮ সালে শ্রীলঙ্কারই আজান্থা মেন্ডিস ৩৩ রানে ৬টি ও ২০০০ সালে মুত্তাইয়া মুরালিদারান ৩০ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

ভ্যান্ডারসের আগের সেরা বোলিং ছিল ১০ রানে ৪ উইকেট, ২০২২ সালে পাল্লেকেলেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

এআর

Wordbridge School
Link copied!