• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিগ ব্যাশে রিকি পন্টিংয়ের দলে রিশাদ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১, ২০২৪, ০৩:১৩ পিএম
বিগ ব্যাশে রিকি পন্টিংয়ের দলে রিশাদ

ঢাকা: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।

রোববার (১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নেয় হারিকেন্স। যে দলে হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচ হলেও খেলতে চান রিশাদ। 

এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। একসময় বিপিএলও হওয়ার কথা। তাই স্বাভাবিকভাবেই রিশাদের জন্য খেলাটা সহজ হবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি ছয়ে ছিলেন। এছাড়া ছিলেন আসরের ফ্যান্টাসি সেরা একাদশে। 

রিশাদ ছাড়াও আরও বেশকজন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন। তারা হলেন হাসান মাহমুদ, জাকের আলী অনিক, রনি তালুকদার, শামীম হোসেইন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন। তারা কেউ দল পান কিনা, সেটাই এখন দেখার বিষয়।

এআর

Wordbridge School
Link copied!