• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ ক্রিকেট দলকে বাফুফের অভিনন্দন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৮:৫৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট দলকে বাফুফের অভিনন্দন

ঢাকা: পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। এই সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে বাফুফে বলেছেন, ‘পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল ২-০ তে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হারিয়ে সিরিজ জয় করে। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশের মাটিতে এই ঐতিহাসিক সাফল্যে সভাপতি কাজী মো. সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ সহ বাফুফের অফিশিয়াল/কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’

সাফল্যের এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে।’

এআর

Wordbridge School
Link copied!