• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ক্রীড়া ফেডারেশনের ১৬ কর্মকর্তাকে অপসারণ


ক্রীড়া সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:০৬ পিএম
ক্রীড়া ফেডারেশনের ১৬ কর্মকর্তাকে অপসারণ

ঢাকা: আগেরদিন দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের একযোগে অব্যাহতি দেওয়ার পর ১৩টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার কমিটির ১৬ জন সরকারি কর্মকর্তা, ক্রীড়া পরিষদের কোচ ও প্রকৌশলীকেও একই ভাগ্যবরণ করতে হয়েছে। 

এমনও দেখা গেছে যে, ক্রীড়া পরিষদের কোনো কর্তা একসঙ্গে তিনটি ফেডারেশনে ছিলেন। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত আরচারি ও ভারোত্তোলন ফেডারেশন এবং সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের বিভিন্ন দায়িত্বে ছিলেন। 

সম্প্রতি বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসাবে বদলি করা এই কর্মকর্তাকে তিনটি ক্রীড়া ফেডারেশন থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে। 

শরীরগঠন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান এবং সদস্যের পদ থেকে ক্রীড়া জগতের সম্পাদক মাহমুদুল হোসেন খান দুলালকে অব্যাহতি দেওয়া হয়।

এআর

Wordbridge School
Link copied!