• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চার রাউন্ড শেষে বিদেশিরা কে কোন দলে


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৪, ২০২৪, ১২:৫৯ পিএম
চার রাউন্ড শেষে বিদেশিরা কে কোন দলে

ঢাকা : বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের প্রথম দুই রাউন্ডে দেশি ক্রিকেটারদের টেনেছে দলগুলো। তৃতীয় রাউন্ড ও চতুর্থ রাউন্ডে দল পেয়েছেন বিদেশি ক্রিকেটাররা।

এই ক্যাটাগরিতে রাকিম কর্নওয়াল-আমির হামজাসহ দুই ডাকে ১৪ জন ক্রিকেটার দল পেয়েছেন।

মোটা চার রাউন্ড শেষে দেখে নিন কে কোন দলে...

ঢাকা ক্যাপিটাল

সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান।

ড্রাফট থেকে:  লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান)।  

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তিতে: জাকের আলি অনিক।

ধরে রাখা: জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।

ড্রাফট থেকে:  রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন,  আরফাত সানি, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান)।

চিটাগাং কিংস

সরাসরি চুক্তিতে:  সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।

ড্রাফট থেকে:  শামীম হোসেন পাটোয়ারি,  পারভেজ হোসেন ইমন,  খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ)  ।

দুর্বার রাজশাহী

সরাসরি চুক্তিতে: এনামুল হক বিজয়।

ড্রাফট থেকে:  তাসকিন আহমেদ, জিসান আলম,  ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন , সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা) ।

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ধরে রাখা: তাওহিদ হৃদয়।

ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেফস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা)।

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তিতে:  মোহাম্মদ সাইফুদ্দিন।

ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।

ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার , রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)।

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তিতে: মেহেদী হাসান মিরাজ।

ধরে রাখা: আফিফ হোসেন ও নাসুম আহমেদ।

ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাঈম শেখ,  ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড) ।

এমটিআই

Wordbridge School
Link copied!