• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রেগে আগুন সামি, ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৪, ০২:১৯ পিএম
রেগে আগুন সামি, ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

ঢাকা: অধিনায়কের ওপর রাগ দেখিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয়েছিল ১০ জন নিয়ে। সে ঘটনায় এবার শাস্তি পেলেন ক্যারিবীয় ক্রিকেটার আলজারি জোসেফ। দলের পরবর্তী ২ ম্যাচে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

জোসেফকে এই নিষেধাজ্ঞা জারি করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড জাতীয় দল এ মুহূর্তে আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। গেল ৬ নভেম্বর ব্রিজটাউনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। 

সিরিজ নির্ধারণী সেই ম্যাচে ম্যাচ ও সিরিজ দুই-ই জিতে নেয় ক্যারিবীয়রা। তবে আলজারি জোসেফের ঘটনা বিতর্কের জন্ম দেয়। ঘটনার সূত্রপাত ম্যাচের একদম শুরুতেই। ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন জোসেফ। এ সময় অধিনায়ক শাই হোপের সাথে আলোচনা করছিলেন। 

অধিনায়ক ও উইকেটরক্ষক হোপ যেভাবে ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলেন, তা পছন্দ হচ্ছিল না জোসেফের। মেজাজ তার তখনই বিগড়ে গেছে। ওভারের তৃতীয় বলে ১৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগের বাউন্সারে জর্ডান কক্সকে ফেরান সাজঘরে, কিন্তু করেননি উদযাপন।

এ সময় তিনি হোপের সাথে তর্কে জড়ান। উইকেট মেডেন ওভার শেষ করে মাঠ ছেড়েই চলে যান। পরিস্থিতি সামাল দিতে কোচ ড্যারেন স্যামি হস্তক্ষেপ করেন, তাতেও লাভ হয়নি। ইনিংসের সেই ওভারে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং করে ১০ জন নিয়ে।

তখন আলজারি জোসেফের বদলি ফিল্ডার নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে জোসেফ নিজেই মাঠে নেমে যান। বিষয়টি দেখে দর্শকরা তো বটেই, ধারাভাষ্যকাররাও বিস্ময় প্রকাশ করেন তাদের আলাপচারিতায়।

জোসেফের কাজটি ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড তাকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচ খেলা হবে না তার। ১০ নভেম্বর শুরু হবে যে সিরিজ, যার দ্বিতীয় ম্যাচ ১১ নভেম্বর। এই সিরিজের পরপরই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে ক্যারিবীয়রা। 

ম্যাচের পর অবশ্য জোসেফ ক্ষমা চেয়েছিলেন। এ-ও জানান, অধিনায়ক হোপ ও ম্যানেজমেন্টের কাছেও দুঃখপ্রকাশ করেছেন। জোসেফ আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের কাছেও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।' সেই ম্যাচ শেষে ক্যারিবীয় কোচ স্যামি বলেছিলেন, 'আমার ক্রিকেট মাঠে এমন আচরণ মেনে নেওয়ার মতো নয়। আমরা হবো বন্ধু। আমি যে সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছি, সেখানে এটা কোনোভাবেই মানা যায় না। আমরা এটি নিয়ে বসব।' শেষ পর্যন্ত ২ ম্যাচের নিষেধাজ্ঞাই শাস্তি হিসেবে জুটল জোসেফের ভাগ্যে।

এআর

Wordbridge School
Link copied!