• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

ওমরাহ পালন করলেন সাকিব  


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ০৬:১৮ পিএম
ওমরাহ পালন করলেন সাকিব  

ঢাকা: জাতীয় দলে সাকিব আল হাসান অধ্যায় এক প্রকার শেষই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেয়ার ইচ্ছের কথা জানালেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কমই। 

ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময়টা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে আছেন এই অলরাউন্ডার।

জাতীয় দলের বাইরে থাকা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের জনৈক বাংলাদেশির সোশ্যাল মিডিয়ায় করা লাইভে সাকিবকে মক্কায় ওমরাহ হজ পালনরত অবস্থায় দেখা যায়।

সেই লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় দেখা মেলে। এ সময় এই অলরাউন্ডারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত সমর্থককে জটলা করতেও দেখা গেছে। সাকিব তাদের সেলফি তোলার আবদারও পূরণ করেন।

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন।

এ সময়ই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণার সম্ভাব্য সময় জানিয়ে দেন সাকিব। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ৫০ ওভারের ক্রিকেটেও জাতীয় দলকে বিদায় জানাতে চান।

কিন্তু দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাকিব।  প্রথমে স্কোয়াডে জায়গা পেলেও সাকিব বিরোধীদের প্রতিরোধের মুখে পরিকল্পনা বদলাতে হয়। ফলে কানপুর টেস্টই সাকিবের শেষ টেস্ট হয়ে আছে।

এআর

Wordbridge School
Link copied!