• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘রোনালদো শুধু বক্সে ভয়ঙ্কর, মেসি পুরো মাঠে’


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২১, ২০২৪, ০২:৪৪ পিএম
‘রোনালদো শুধু বক্সে ভয়ঙ্কর, মেসি পুরো মাঠে’

ঢাকা : কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা আর ৮টি ব্যালন ডি’অর জিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেকাংশে এগিয়ে গেছেন লিওনেল মেসি। কিন্তু দুজনের মাঝে কে সেরা- এই পুরনো বিতর্ক কি আর থামে? হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোকে এখনো অনেকে সেরা মানেন। এবার দুজনের মাঝে সেরা নির্বাচন করলেন সদ্য ব্যালন ডি’অরজয়ী স্প্যানিশ তারকা রদ্রি।

ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি-রোনালদো উভয়ের মুখোমুখি হয়েছেন রদ্রি। তাই দুজনের সম্পর্কেই তিনি খুব ভালো জানেন। ‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছি, তারা দুজনের পার্থক্যটা জানে। মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনালদো কোনো সহজাত প্রতিভা ছাড়াই মেসির মোকাবেলা করেছে।’

দুজনের পার্থক্যের বিষয়ে উদাহরণ দিয়ে রদ্রি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক। কারণ, বক্সের ভেতর সে ভয়ংকর। কিন্তু মেসি মাঠের যেকোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে। মেসি যখন বল পায় তখন আপনি ভাববেন বিপদ আসছে। মেসির মুখোমুখি হলে আমি তার কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সে এমনভাবে দূরে চলে যেত, যেন মনে হবে আপনি সেখানে ছিলেনই না! তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে।’

এমটিআই

Wordbridge School
Link copied!