• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পুরস্কার জনপ্রতি ২২ হাজার টাকা!


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:৪০ পিএম
বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পুরস্কার জনপ্রতি ২২ হাজার টাকা!

ঢাকা : ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কোন হকি দল নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা। ওমানের মাসকটে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে আগামী বছর ভারতে জুনিয়র বিশ্বকাপে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ হকি দল। 

অনন্য এই অর্জণ সঙ্গী করে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা ফিরেছে বাংলাদেশের যুবারা। 

বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করাতে। সেখানেই দলকে দেওয়া হয় সংবর্ধনা ও অর্থ পুরস্কার। তবে পুরস্কারের অংক শুনে যে কেউ বিস্মিত হবেন। 

১৮ খেলোয়াড় ও পাঁচ কোচ-কর্তার জন্য ফেডারেশন মোটে ৫ লাখ টাকা বোনাস ঘোষণা দিয়েছে। 

অর্থাৎ বিশ্বকাপ নিশ্চিত পুরস্কার হিসেবে জনপ্রতি মিলবে ২২ হাজার টাকারও কম!

এত বড় অর্জনের পর এমন বোনাসের চাপা কষ্ট নিয়েই খেলোয়াড়রা চলে গেছেন নিজ নিজ গন্তব্যে। তবে এই বোনাস ঘোষণার আগের সময়টুকু তাদের জন্য ছিল একেবারেই ব্যতিক্রমী। বিমানবন্দরেই তাদের জানানো হয় ফুলেল শুভেচ্ছা। যেটা সচারচর হকি খেলোয়াড়দের ভাগ্যে জোটে না। 

ছয় ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা হারিয়েছে চিন, থাইল্যান্ড, ওমানের মতো দলগুলোকে। ড্র করেছে শক্তিশালী মালয়েশিয়া ও চিনের সঙ্গে। 

অল্পের জন্য সেমিফাইনাল মিস করলেও তারা বিশ্বকাপে খেলার মূল লক্ষ্য অর্জণ করেছে। তাই বিমানবন্দরে তাদের ঘিড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এর সঙ্গে যদি বোনাসটা বলার মতো হতো, তবে অন্তত আক্ষেপ সঙ্গী হতো না ছেলেদের। 

জুনিয়র এশিয়া কাপের আগে দল বিকেএসপিতে আড়াই মাসের মতো ট্রেনিং করেছে। এ সময় দলের প্রত্যেককে দৈনিক মাত্র ৪০০ টাকা করে ভাতা দেওয়া হয়। 

দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা, প্রয়োজনে বিদেশি কোচ আনার পাশাপাশি সুযোগ-সুবিধা বাড়ানোর সাধ্যমতো চেষ্টা করার কথা বলেছেন সভাপতি। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটি হকিকে এগিয়ে নিতে এবং ঘরোয়া হকি নিয়মিত মাঠে রাখতে ব্যবস্থা নিবে বলেও জানান তিনি। 

এমটিআই

Wordbridge School
Link copied!