• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতে দেশে ফিরছেন এশিয়া কাপজয়ী যুবারা


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৪, ০২:৫১ পিএম
রাতে দেশে ফিরছেন এশিয়া কাপজয়ী যুবারা

ঢাকা: ভারতকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ ট্রফি জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এমন জয়ের পর ট্রফি নিয়ে রাতে দেশে ফিরছেন এশিয়া কাপজয়ী যুবা দল।

সোমবার এশিয়া কাপজয়ী দলের সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ১১টায় এসে পৌঁছাবেন যুব দলের ক্রিকেটাররা।

এরপর চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে বিসিবি সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে আর্থিক পুরস্কারেরও।

এদিকে জুনিয়র টাইগারদের সাফল্যে অভিনন্দ জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। অভিনন্দন বার্তায় মুশফিক লিখেছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো ছেলেরা। মাশাআল্লাহ। 

সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন যুবারা...তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...।

এআর

Wordbridge School
Link copied!