• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কখন, কীভাবে দেখবেন ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান?


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:১৭ পিএম
কখন, কীভাবে দেখবেন ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান?

ঢাকা : ব্যালন ডি’অর নিয়ে আলোচনা-সমালোচনার রেশ না কাটতেই চলে এলো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের দিনক্ষণ।

আজ বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমি থেকে ডিজিটালি এই পুরস্কার ঘোষণা করা হবে। ইতোমধ্যেই লিওনেল মেসি দোহা পৌঁছে গেছেন।

পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক ছাড়াও এবারের পুরস্কারের লড়াইয়ে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও স্পেনের রদ্রি। এবারের ব্যালন ডি’অর পুরস্কারেও এই দুজনই আলোচনায় ছিলেন। শেষ পর্যন্ত দান মেরে দেন রদ্রি, যা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল।

বাংলাদেশের দর্শকরা ফিফা দ্য বেস্ট পুরস্কার প্রদান অনুষ্ঠানটি দেখতে পারবেন ফিফা প্লাসের লাইভ স্ট্রিমিংয়ে। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হচ্ছে। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিলে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হতো। তবে ২০১৬ সাল থেকে দুটি পুরস্কার ফের আলাদা হয়ে যায়। এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে খেলোয়াড়দের মাঠের বাইরের কার্যকলাপকেও বিবেচনায় রাখা হয়।

পুরস্কার প্রদানের জন্য ফিফার বিচারকেরা  মনোনীথদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। এরপর ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও সাংবাদিকরা ভোট দেন। সমর্থকেরাও ভোট দেন ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। প্রত্যেক ভোটারকে তিনজন করে সেরা খেলোয়াড় বাছাই করতে হয়। এরপর পয়েন্টের ভিত্তিতে হিসাব-নিকাশ করে নির্ধারণ করা হয় বিজয়ী।

এমটিআই

Wordbridge School
Link copied!