• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের 


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:৫৩ পিএম
এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের 

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটন সেঞ্চুরি করেছেন। ফিফটি পেয়েছেন টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম।

তাদের ব্যাটে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বড় পুঁজি পেয়েছে গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলা প্রোটিয়ারা।

মোহাম্মদ নবী ষষ্ঠ ওভারে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন। কিন্তু অন্য ওপেনার রিকেলটন ও তিনে নামা অধিনায়ক টেম্বা বাভুমা ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় রানের পথে তুলে নেন। অধিনায়ক বাভুমা ৭৬ বলে ৫৮ রান করে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। 

রিকেলটন ১০৬ বলে ১০৩ করে রান আউট হন। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কা আসে। এরপর ডুসেন ও মার্করাম ঝড়ো ফিফটি করেন। রেসির ব্যাট থেকে ৪৬ বলে ৫২ রান আসে। তিনি তিনটি ছক্কা ও দুটি চার মারেন। মার্করাম ৩৬ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি চার ও একটি ছক্কা মারেন তিনি।

আফগানিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বয়স্ক ক্রিকেটার নবী ১০ ওভারে ৫১ রান দিয়ে ২ উইকেট নেন। ফজল হক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই ও নুর আহমেদ নেন একটি করে উইকেট।

এআর

Wordbridge School
Link copied!