• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-পাকিস্তানের খেলায় বৃষ্টির জয় 


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:৫১ পিএম
বাংলাদেশ-পাকিস্তানের খেলায় বৃষ্টির জয় 

ঢাকা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ। তার আগেই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

পাকিস্তানেরও একই দশা। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে টানা দুই হারে তাদেরও বিদায় হয়ে গেছে আগেই। শেষ ম্যাচটি তাই দুই দলের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতা।

তবে এই আনুষ্ঠানিকতাও পালন করা হলো না। দুই দলের নিয়মরক্ষার ম্যাচটি জিতে নিল বৃষ্টি। 

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে টসও হতে দিল না রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। এই পয়েন্ট ভাগাভাগি ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব ফেলতে না পারলেও গ্রুপের তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল টাইগাররা। অন্যদিকে নেট রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের তলানিতে থেকেই বিদায় নিল স্বাগতিক পাকিস্তান।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। আগামী রোববার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই।

এআর

Wordbridge School
Link copied!