• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামজাকে দক্ষিণ এশিয়ার সেরা মানেন জামাল


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২, ২০২৫, ০১:২৬ পিএম
হামজাকে দক্ষিণ এশিয়ার সেরা মানেন জামাল

ঢাকা : ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায়। প্রবাসী এই ফুটবলারকে দক্ষিণ এশিয়ার সেরা মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। হামজার মতো আরও প্রবাসী ফুটবলার দলে চান জামাল।

হামজাকে নিয়ে ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। হামজা দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার, এমনটাই মনে করেন জামাল।

এই বিষয়ে জামাল বলেন, ‘আমি মনে করি, হামজা চৌধুরী কেবল আমাদের দলেরই সেরা খেলোয়াড় নন, তিনি দক্ষিণ এশিয়াতে সেরা। তার মতো খেলোয়াড় যোগ দিলে দল আরো উজ্জীবিত হবে। এই ম্যাচে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে মনে করি, ভারতের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে, আমরা প্রত্যাশা করছি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা ভারত থেকে তিন পয়েন্ট নিতে চাই।’

প্রবাসী ফুটবলার ফাহমেদুল প্রসঙ্গে জামাল বলেন, ‘তাকে দলের সাথে মানিয়ে নিতে হবে। আমি আসলেই তাকে চিনি না। তাই তার সম্পর্কে তথ্য দিতে পারবো না। কোচ তাকে পছন্দ করেছেন। অবশ্যই সে ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সাথে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখবো কী হয়।’

প্রবাসী ফুটবলারদের প্রসঙ্গে জামাল বলেন, ‘প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছেন।

যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। এটা ইতিবাচক দিক। আমি চাই আরও বেশি প্রবাসী এলে ভালো।

কারণ, অন্যান্য দেশ একই কাজ করছে। যদি দেখেন ফরাসি দলের দিকে, ওরা কিন্তু অনেক বিদেশি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।’

এমটিআই

Wordbridge School
Link copied!