• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশরাফুলদের ওপর ক্ষেপেছেন গিবস


ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০২৫, ০৪:৫১ পিএম
আশরাফুলদের ওপর ক্ষেপেছেন গিবস

ঢাকা: ভারতে সাবেক ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্সের। সেই দলের হয়ে খেলতে ভারতে পৌঁছেও গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশে না খেলেই ক্রিকেটাররা ফিরে আসছেন। টুর্নামেন্টটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অনুমোদিত না হওয়ায় ক্রিকেটারদের এই নির্দেশ দেয় বিসিবি।

কিন্তু বাংলাদেশ দল যে বিসিবির নির্দেশে ফিরে আসছে, এ বিষয়ে কিছুই জানেন না দলটির দক্ষিণ আফ্রিকান কোচ হার্শেল গিবস। সোমবার (১০ মার্চ) থেকে আসর শুরু হয়ে গেলেও ট্রাভেল প্ল্যানই পাননি গিবস।

বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ ঝেড়েছেন তিনি, ‘বাংলাদেশ দলের কোচ হিসেবে আমাকে নেয়া হয়েছে। আর এখন পর্যন্ত সফর পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। … মজা হচ্ছে নাকি!’

এদিকে বাংলাদেশ টাইগার্স না থাকায় গতকাল ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি বাতিল করা হয়েছে। চার দলের এই টুর্নামেন্ট চলবে ১৮ তারিখ পর্যন্ত।

এআর

Wordbridge School
Link copied!