• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্রাজিলকে এক হালি গোল উপহার আর্জেন্টিনার 


ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০২৫, ১০:২০ এএম
ব্রাজিলকে এক হালি গোল উপহার আর্জেন্টিনার 

ছবি : সংগৃহীত

ঢাকা: ম্যাচের আগেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছিল, এবার ছন্নছাড়া ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ৪-১ গোলে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে পুরো খেলায় ব্রাজিলিয়ানদের যেন খুঁজেই পাওয়া যায়নি। ১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট হলো ৩১।

ম্যাচের মাত্র ৮ম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দোন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। ২৬তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণের ভুলে একটি গোল শোধ করে ব্রাজিল। ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান কুনিয়া। এখানেই শেষ নয়, ৩৬ মিনিটে ফার্নান্দেজের বাতাসে ভাসানো পাস থেকে তৃতীয় গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ব্রাজিলের ফুটবলারর খেই হারিয়ে ফেলেন। প্রথমার্ধে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে ব্রাজিলের পোস্টে চারটি শট নিয়েছে আর্জেন্টিনা, যার তিনটিই গোল হয়েছে। বিরতির পর ৭১ মিনিটে দুরুহ কোণ থেকে দারুণ শটে গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন জিউলিয়ানো সিমিওনে। পুরো ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। সেখানে ব্রাজিল নিতে পারে মাত্র তিনটি।

আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে পাঁচ ম্যাচ জয়হীন রইল ব্রাজিল, যার চারটিতেই তারা হেরেছে। আর্জেন্টিনার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বশেষ জিতেছিল সেই ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকায়। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়বারের মতো প্রথমার্ধে তিন গোল হজম করল ব্রাজিল। প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২০০৫ সালের জুনে আর্জেন্টিনার মাটিতেই।

এসআই
 

Wordbridge School
Link copied!