• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিম্বাবুয়ে আসার আগেই রানে ফিরলেন মুশফিক


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৯, ২০২৫, ০৮:৪৩ পিএম
জিম্বাবুয়ে আসার আগেই রানে ফিরলেন মুশফিক

ঢাকা : আর কয়দিন পরই বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। খর্বশক্তির দলটির বিপক্ষে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ, যাতে আছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। অনেকদিন ধরেই মুশফিকের ব্যাট হাসছে না। তবে জিম্বাবুয়ে সিরিজের আগে তার ব্যাটে রান দেখা গেল।

বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টস হওয়ার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় আম্পায়ার গাজী সোহেলকে। তার জায়গায় মাঠে দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৭ রানের বড় স্কোর গড়েছে মোহামেডান।

মুশফিক খেলেছেন ৫৭ বলে ৬ চার ১ ছক্কায় ৭৫ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসটাই মোহামেডানের সর্বোচ্চ। এছাড়া তিনে নেমে মহিদুল ইসলাম অঙ্কান ৮৩ বলে ২ চার ৩ ছক্কায় ৬৪ রান করেন। ওপেনার রনি তালুকদার ৪৬, অধিনায়ক তাওহীদ হৃদয় ৪২ রান করেছেন। অগ্রণী ব্যাংকের হয়ে ৪৭ রানে ৩ উইকেট শিকার করেছেন আরিফ আহমেদ। মোহামেডানের দেওয়া টার্গেট তাড়ায় নেমে ১৮ রানেই ৩ উইকেট হারিয়েছে অগ্রণী ব্যাংক।

এমটিআই

Wordbridge School
Link copied!