ঢাকা: আগের বলেই ক্যাচ ছেড়েছিলেন। পরের বলে তানজিম হাসান বোল্ড করলেন চামিরাকে। ১৬ রানের জয় নিশ্চিত হলো বাংলাদেশের, সিরিজে ফিরল সমতা।
ইনিংসের শুরুতেও আঘাত হেনেছিলেন তানজিমই। এরপর কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা দারুণভাবে এগোচ্ছিল।
এই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচেে ফিরিয়ে নিয়ে আসেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম-৫ উইকেট নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়কও তিনি। তানভীরের সঙ্গে মিরাজ-শামীমের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ।
প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ওয়ানডেতে এটিই বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে সাত ম্যাচ পর এই সংস্করণে জয়ের দেখা পেল তারা।
পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।
আড়াইশ ছুঁইছুঁই লক্ষ্যে কুসাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২০ বলে ফিফটি করে ফেলেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা করে ফেলে ৭৫ রান।
পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানভির ইসলাম করেন চমৎকার বোলিং। প্রথম ২ ওভারে ২২ রান খরচ করা বাঁহাতি স্পিনার পরের ৮ ওভারে দেন মাত্র ১৭ রান। বিপরীতে নেন ৫টি উইকেট।
শেষ দিকে জানিথ লিয়ানাগে ৮৫ বলে ৭৮ রানের ইনিংসে লড়াই করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি।
এআর