• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চেনা রূপে সাকিব  


ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০২৫, ০২:২৭ পিএম
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চেনা রূপে সাকিব  

ঢাকা: স্বীকৃত টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক শূন্য পাওয়া সাকিব জ্বলে উঠলেন গ্লোবাল সুপার লিগে। গায়ানার প্রভিডেন্সে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে করেন ৫৮ রান।

স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০ ইনিংস পর ফিফটি পাওয়া সাকিব পরে বল হাতেও দারুণ করেছেন। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ২ উইকেট নেওয়া সাকিব পরে পেয়েছেন আরও ২ উইকেট। 

৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট-সাকিব স্বীকৃত টি-টোয়েন্টি ৪ উইকেট পেলেন ১৮ ম্যাচ। এই সংস্করণে ১৭তম বার ৪ উইকেট পাওয়া সাকিব আরেকটু এগোলেন ৫০০ উইকেটের মাইলফলকে দিকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ৪৯৭টি।

কেশব মহারাজের চোটের কারণে শেষ মুহূর্তে দুবাই দলে সুযোগ পাওয়া সাকিব ১২ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও কমপক্ষে ৪ উইকেট পেলেন। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে ২৮ বলে ৫৭ রান করার পর বল হাতে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স জিতিয়েছে তার দলকেও। দুবাই ৭ উইকেটে করেছিল ১৬৫ রান। রান তাড়ায় সেন্ট্রাল ডিসট্রিক্টস ৮ উইকেট করে ১৪৩ রান। সাকিবরা জিতেছেন ২২ রানে।

দুবাইয়ের ইনিংসে সাকিব ছাড়া বলার মতো রান করেছেন ওপেনার সেদিকউল্লাহ আতাল। ২৫ বলে ৪১ রান করেছেন আফগান ব্যাটসম্যান।

এআর

Wordbridge School
Link copied!