• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৭, ২০২৫, ০৫:৫৩ পিএম
প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেছেন। 

টুর্নামেন্টটি ডাবল রাউন্ড রোবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ২৪ আগস্ট প্রথম মুখোমুখি খেলায় বাংলাদেশ নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল। 

দ্বিতীয় ম্যাচে আবারও নেপালের বিরুদ্ধে ৪-১ গোলে জয়ী হয়েছে বাংলাদেশ। গোল করেছেন থৈনু মারমা (১) এবং প্রীতি (৩)।

বাংলাদেশ প্রথম গোলের জন্য ৩৮ মিনিট অপেক্ষা করতে হয়। ৩৮ মিনিটে থৈনু একক প্রচেষ্টায় নেপালের বক্সে প্রবেশ করে কোনো কোণকী শটে গোল করেন। সাত মিনিট পর প্রীতি দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে কর্নার থেকে বাংলাদেশের অসতর্কতার সুযোগ নেয় নেপাল এবং একটি গোল শোধ করে।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করলেও বাংলাদেশ ৭৬ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করে। কর্নার থেকে প্রীতির জালে সহজে বল পাঠিয়ে গোল করেন। নয় মিনিট পর প্রীতি হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ বিশ মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়। কোচ শেষ দিকে গোলরক্ষক ইয়ারজানের পরিবর্তে মেঘলাকে নামালেও স্কোরলাইনে কোনো পরিবর্তন আসে না।

চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে আগামী ম্যাচে ভারতকে হারাতে হবে। প্রথম পর্বে ভারতের কাছে হারের ফলে বাংলাদেশের অবস্থান ব্যাকফুটে।

এআর

Wordbridge School
Link copied!